**জাজিরায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত *
মোঃ শফিকুল ইসলাম
শরীয়তপুরের জাজিরায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।
১২ মে সোমবার সকাল ১০ টায় সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয় সভাকক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সন্মানিত সদস্য জাজিরা প্রেস ক্লাব এর সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম এর সঞ্চালনা ও জাজিরা বিশ্ব বিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ মতিউর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শিরাজ উদ দৌলা, সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এটিএম মতিউর রহমান,
অনুষ্ঠানে উপস্থিত সাধারণ সম্পাদক স্কাউটার আলহাজ মাস্টার মোহাম্মদ আলী,সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও সহ-সভাপতি মাস্টার মতিউল ইসলাম সেলিম, সদস্য জাজিরা বিশ্ব বিদ্যালয় কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রীনা রানী দাস, জাজিরা গার্লস স্কুল এন্ড কলেজ সহকারী প্রধান শিক্ষক সুফিয়া আকতার, মির্জা হজরত আলী হাই স্কুলের প্রধান শিক্ষক শিবলী সুলতানা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা , সাংবাদিক ও ছাত্র ছাত্রী বৃন্দ। এসময়ে উপজেলার নির্বাচিত পাঁচটি স্কুলের ছাত্র ছাত্রী দের অংশ গ্রহনে কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, গান ও বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে ১৯ মে জেলার প্রতিযোগিতায় অংশ গ্রহনের জন্য বাছাই করা হয়। স্কুলগুলো সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়, জাজিরা গার্লস স্কুল এন্ড কলেজ, দক্ষিণ ডুবুলদিয়া আব্দুর রাজ্জাক উচ্চ বিদ্যালয় কলেজ, পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ,ও মির্জা হজরত আলী হাই স্কুল।
Leave a Reply