প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৫, ৮:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২৫, ২:৩৭ অপরাহ্ণ
যে কারণে মাইগ্রেনের ব্যথা বাড়ে
মাইগ্রেন এক ধরনের তীব্র মাথাব্যথা যা একটি স্নায়ুবিক রোগ। এটি মাথার একদিকে বা দুদিকেও হতে দেখা গেছে।
যাদের মাইগ্রেন হওয়ার প্রবণতা আছে, তাদের শব্দ, আলো, গন্ধ, বাতাসের চাপের তারতম্য ও কিছু খাবারের (চকলেট, আঙুরের রস, পনির) প্রভাবে পুনরায় নতুন করে ভয়ংকর মাথাব্যথা শুরু হতে পারে। মাইগ্রেন প্রতি পাঁচজন নারীর মধ্যে একজনের এবং প্রতি ১৫ জন পুরুষের মধ্যে একজনের থাকে।
Copyright © 2025 দৈনিক ভোরের সংবাদ. All rights reserved.