অভিযোগে বলা হয়েছে, জাফরনগর গ্রামের কাদের আলী, সাকিব, ইউসুফ পারুল, রিমি, কাদের আলী, আলাফ, ফারুক, সকিনা, আশিকও ইউনুস মিলে জুয়েল হোসেনের পৈত্রিক সম্পত্তি জোরপুর্বক দখল করে নিয়েছে। কয়েকদিন আগে প্রভাব খাটিয়ে বসতঘরও ভেঙে দিয়েছে। রোববার সকালে উল্লিখিতরা হামলা চালিয়ে জুয়েল ও তার বৃদ্ধ মা আনোয়ারাকে পিটিয়ে জখম করেছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত জুয়েল হোসেন জানান, আমার বাবা মারা যাওয়ার পর থেকে পৈত্রিক সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করতে আমার চাচারা মিলে মারপিট করে। এর আগেও অনেক বার আমার ও পরিবারের উপর হামলা করেছে। আমি আমার সম্পত্তির ভাগ ও আমার পরিবারের নিরাপত্তা চাই।
জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, জুয়েলের মাথা, হাত, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। বৃদ্ধা আনোয়ারের পায়ের কয়েকটি আঙ্গুল পিটিয়ে ভেঙ্গে গেছে বলে ধারণা করা হচ্ছে।
জুয়েলের স্ত্রী কাকলী খাতুন জানান, আমার স্বামী, শ্বাশুড়ির উপর নির্যাতন করা হচ্ছে। বাড়িঘর ভেঙ্গে চুরে দিয়েছে ওরা। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানিয়েছেন, জমি দখল ও মারপিটের ঘটনার লিখিত অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।#