নিজস্ব প্রতিবেদকঃ
২১/০৩/২০২৫খ্রিঃ তারিখ শুক্রবার শরীয়তপুরের জাজিরায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল,মৎস্যজীবী দলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট তাহমিনা খান আওরঙ্গ, বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মহিউদ্দিন আহমেদ ঝন্টু,শরীয়তপুর জেলা বিএনপির সাবেক কোষাধক্ষ্য, মুজিবুর মাদবর, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি, আব্দুল মান্নান মাদবর, সহ-সভাপতি মোফাজ্জল ফকির, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম তালুকদার, যুবদল কেন্দ্রীয় নেতা আব্দুল জব্বার খান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মনিরুজ্জামান খান দিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন বাদল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ, যুবদল কেন্দ্রীয় নেতা রোকনুজ্জামান তালুকদার, সাবেক ছাত্রনেতা, মাইনুল ইসলাম,জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম জাকির, উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা সর্বস্তরের নেতৃবৃন্দ ।
উক্ত ইফতার মাহফিলে বক্তরা বলেন দীর্ঘদিন যাবত আওয়ামীলীগের কারনে কোন কার্যক্রম তারা করতে পারেনি আজকে ইফতার মাহফিলে এত লোকের সমাগম প্রমান করে শরীয়তপুরে জাজিরা এখন বি এনপির ঘাটি।
এসময় বক্তরা ফ্যাসিবাদ আওয়ামীলগের বিভিন্ন কার্যক্রম নিয়ে কথা বলেন এবং বি এন পির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করেন।
উক্ত সভায় সভাপতিত্ব করেন হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগর,
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মোঃ আলমগীর হোসেন সভাপতি মোঃ দবির বেপারি সাধারণ সম্পাদক জাজিরা উপজেলা যুবদল ও এস এম সোহেল রানা সাবেক সাধারণ সম্পাদক জাজিরা উপজেলা ছাত্রদল।