শরীয়তপুর জেলা সিএনজি, অটোরিক্সা, ইজিবাইক, হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের উদ্যোগে মহান মে দিবস পালিত
শরীয়তপুর প্রতিনিধি:
হার না মানা মে দিবসের চেতনা স্লোগানে শরীয়তপুর জেলা সিএনজি, অটোরিক্সা, ইজিবাইক, হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের উদ্যোগে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস ও ১ লা মে দিবস উপলক্ষে বর্নাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে ২০২৫) সকাল ১০ টায় সার্কিট হাউজ রোডে সংগঠনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সংগঠনের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
শরীয়তপুর জেলা সিএনজি, অটোরিক্স, হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন (গভঃ রেজিঃ নং- বি-২১৮১) এর সভাপতি হেমায়েত হোসেন লাভলু খানের নেতৃত্বে ও সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি হাজী বিএম হারুন অর রশীদ। বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর পৌরসভা বিএনপির সভাপতি এ্যাড. লুৎফর রহমান ঢালী, সাধারণ সম্পাদক সামসুল হক ঢালী।
এসময় আরও উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা সিএনজি, অটোরিক্স, হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন (গভঃ রেজিঃ নং- বি-২১৮১) এর সাধারণ সম্পাদক বিল্লাল বেপারী ও শরীয়তপুর জেলা সিএনজি, অটোরিক্সা, ইজিবাইক হালকাযান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ (গভঃ রেজিঃ নং- বি-২১৮১-৩৫৮৮) এর সাধারণ সম্পাদক রোকন সরদার সহ বিভিন্ন নেতৃবৃন্দ।