প্রিন্ট এর তারিখঃ মে ৮, ২০২৫, ১২:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২৫, ২:২৩ অপরাহ্ণ
আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে মুশফিক: বিসিবি সভাপতি
গতকাল রাতে অর্জনে সমৃদ্ধ ১৯ বছরের ক্যারিয়ারকে বিদায় বলে দিলেন মুশফিকুর রহিম। আন্তর্জাতিক কোনো শিরোপা না থাকেরও তার ক্যারিয়ার গড়া ছিল দারুণ সব রেকর্ড ও স্মরণীয় ইনিংসে।
রঙিন এই ক্যারিয়ার উপহার দেওয়ায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিসিবি।মুশফিকের কাজের প্রতি নিষ্ঠা ও দৃঢ়তার কথা জানালেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তার এমন পেশাদারিত্ব ভবিষ্যতে আসা ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে বলে মনে করেন তিনি। বিসিবি প্রধান বলেন, ‘মুশফিকুর রহিমের কাজের প্রতি নিষ্ঠা, দৃঢ়তা এবং অদম্য সংকল্প এমন উদাহরণ হিসেবে থাকবে যা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
Copyright © 2025 দৈনিক ভোরের সংবাদ. All rights reserved.