শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকে নগর থেকে পরিত্যক্ত ২২টি হাত বো'মা উদ্ধার
নিজস্ব প্রতিবেদকঃ
বি কে নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সরদারের বাড়ির পশ্চিম পাশে কলা গাছের মধ্যে এক বালতি বোমা এবং কিছু অবৈধ দেশীয় অস্ত্র। ৪ টা ঢাল ও ৬ টা দেশি ধারালো অস্ত্র এবং বাড়ির উত্তর পাশে চার বালতি বোম পাওয়া গেছে।
শুক্রবার (৯ মে) - ২৫ দুপুর ১২ টায় বিকিনগরে উদ্ধারকৃত হাত বোমা নিষ্ক্রিয় করল ঢাকা থেকে এসে বোমা ডিসপোজাল ইউনিট।
বিকে নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সরদারের বাড়ির পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, বিকে নগর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান সাইদুর সরর্দারের বসতবাড়ির পাশে কলা গাছের মধ্যে বোম এবং কিছু অবৈধ দেশীয় অস্ত্র। ৪ টা ঢাল ও ৬টা দেশীয় ধারালো অস্ত্র এবং বাড়ির উত্তর পাশে চার বালতি বোমা পাওয়া যায়।বৃহস্পতিবার বিকেলে এলাকাবাসী বোমা দেখতে পেয়ে বর্তমান চেয়ারম্যান এস্কেন্দার আলী ভূঁইয়াকে জানালে, চেয়ারম্যান এস্কেন্দার আলী ভূঁইয়া জাজিরা উপজেলার থানার সাথে যোগাযোগ করে বিষয়টি অবগত করেন।
জাজিরা থানার অফিসার( ইনচার্জ)মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, বোমার বিষয়টি বর্তমান চেয়ারম্যান এস্কেন্দার আলী ভূঁইয়া আমাদেরকে অবগত করলে, আমরা ঢাকাতে জানাই শুক্রবার ঢাকা থেকে এসে বোমা ডিসপোজাল ইউনিট মোট ২২ টি বোমা নিষ্ক্রিয় করতে সক্ষম হন। (ওসি) জাজিরা থানা মোহাম্মদ দুলাল আকন্দ আরো বলেন,এ ঘটনার সাথে কারা জড়িত এখনো পর্যন্ত জানা যায়নি তবে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানা যাবে।