মেয়াদ উত্তির্ন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে শরীয়তপুর জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
রবিবার (১১ মে) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির দায়িত্বশীল এক নেতা। তাছাড়া এইসংক্রান্ত একটি বার্তা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভেরিফাই ফেসবুক পেইজে দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে দেখা যায়, রবিবার (১১ মে ) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেয়াদ উত্তির্ন,দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ততায় মেয়াদোত্তীর্ণ শরীয়তপুর জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।