১ লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাজিরা উপজেলা বিএনপি ,যুবদল, শ্রমিক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার ১ মে বিকাল ৪টায় জাজিরা সরকারি মোহর আলী উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে জাজিরা টিএন্ডটি মোড়ে গিয়ে শেষ হয়।
উক্ত র্যালীতে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় নেতা রোকনুজ্জাম তালুকদার, জাজিরা উপজেলা যুবদলের সভাপতি, আলমগীর হোসেন, বি এন পির সাবেক মেয়র প্রার্থী সাবেক যুবদল নেতা মাজহারুল ইসলাম রনি, শ্রমিক নেতা সোহেল চৌকিদার সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের , শ্রমিক দল ছাত্র দল ও বিএনপি’র নেতাকর্মীরা।
আয়োজকরা জানিয়েছেন, শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে এই দিবসটির গুরুত্ব অপরিসীম। তাই দলীয়ভাবে দিবসটি স্মরণ করে শ্রমিকদের পাশে থাকার বার্তা দিতেই তাদের এই আয়োজন।
র্যালিটি শান্তিপূর্ণভাবে ও শৃঙ্খলার সাথে সম্পন্ন করা হয়েছে।
Leave a Reply