রূমিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭ মে) উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সুবর্ণগ্রাম পার্ক এন্ড রিসোর্টে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাড.মাহফুজুর রহমান হুমায়ুনের সভাপতিত্বে,সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চুর সঞ্চালনা, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব জি. এম. গোলাম ফারুক খোকন,সানাউল্লাহ ভূইয়া,নুরুনবী ভূইয়া, মফিকুল ইসলাম খান, মতিন ভূইয়া,গোলজার হোসেন, মোশারফ মোল্লা, শামীম ভূইয়া,পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দ আরো অনেকে। প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, ৫ আগষ্টের পরে দেশে নতুন করে বিশৃংখলা সৃষ্টি করার জন্য বিগত আওয়ামীলীগের দোসরা উঠে পড়ে লেগেছে। বিএনপি কখনো সংঘাত ও বিশৃঙ্খলার রাজনীতি করে না। কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায় তাদের কোন ছাড় নেই। দেশে অতি সন্নিকটে নির্বাচন, বিএনপিকে সংগঠিত করতে স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর জোর দিতে হবে এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির ভূমিকা ও করণীয় নিয়ে আলোচনা করতে হবে। দীর্ঘ ৪ মাস মাস আমাদের দেশনেত্রী আমাদের মাঝে সুস্থ্য হয়ে ফিরে এসেছেন। এখন দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সারা বাংলাদেশের সবচেয়ে বেশি অস্ত্র রয়েছে আমাদের রূপগঞ্জে। কিন্তু প্রশাসন এদিকে কোনো নজর রাখতেছেনা এজন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে লিখিতভাবে পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর কাছে আবেদন করব তারপরও যদি অস্ত্র উদ্ধার না হয় তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে যত রাস্তাঘাট আছে বন্ধ করে আমরা আন্দোলন নেমে পড়ব ইনশাআল্লাহ। বক্তারা দলকে সংগঠিত করতে স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির ভূমিকা ও করণীয় নিয়ে আলোচনা করেন। দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে পুরো সভাজুড়ে। এ সময় জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অগাধ আস্থার কথা পুনর্ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
Leave a Reply