শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) জেলা শহরে একটি বর্নাঢ্য র্যালি বের করা হয়। পরে শরীয়তপুর কোর্ট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে। শরীয়তপুর জেলা শ্রমিক দলের সভাপতি এমএ কাইয়ুম চুন্নু মুন্সীর সভাপতিত্বে ও শ্রমিক নেতা মানিক হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি মোফাজ্জেল হোসেন ফকির, সহ-সভাপতি আ. মান্নান মাদবর, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আ. জব্বার, কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক হাজ্বী মোজাম্মেল হক মিন্টু সওদাগর, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক বিএম মহিউদ্দিন বাদল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. বাদশা প্রমূখ।
এতে দলীয় বিপুল সংখ্যক মালিক-শ্রমিক অংশগ্রহণ করেন।
Leave a Reply