সোহেল হোসেন লক্ষ্মীপুরে প্রতিনিধি।
লক্ষ্মীপুরে ২ টি অবৈধ ইটভাটা মালিককে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার চর আলগী ও চররমিজ ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ভাটার চিমনি, চুল্লি বিনষ্টসহ পানি ছিটিয়ে ব্যবহারের অনুপযোগী করা হয়। এছাড়া ভাটা বন্ধ রাখতে মালিকরা মুচলেকা দেন। অর্থদণ্ডপ্রাপ্ত ভাটাগুলো হলো- চর আলগী ইউনিয়নের মেসার্স পান্না ব্রিকস ও চর রমিজ ইউনিয়নের মেসার্স ফোর স্টার ব্রিকস। এরমধ্যে পান্না ব্রিকস মালিক মোহাম্মদ আলীকে ২ লাখ ও ফোর স্টার ব্রিকস মালিক আবু তাহেরকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এটি আমাদের নিয়মিত অভিযান। ইটভাটাগুলোর লাইসেন্স ছিল না। এতে আইন অনুযায়ী তাদের জরিমানা করা হয়। ভটা বন্ধ রাখবে বলে মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
Leave a Reply