মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি :
‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আদিবাসী নারী পরিষদ দিনাজপুর জেলা কমিটির আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত।
শনিবার (৮ মার্চ-২০২৫) দিনাজপুর শহরের নিমনগর বালুবাড়ী আইসিটি সেন্টার মিলনায়তনে আদিবাসী নারী পরিষদ দিনাজপুর জেলা কমিটির আয়োজনে ওমেন্স ল্যান্ড রাইটস্ নেটওয়ার্ক বাদাবন সংঘ ও ফন-এর সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কৃষ্ণা প্রিয়া মুর্মু’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আদিবাসী নারী পরিষদ দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক রানী হাসদা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সম্পাদক রুনু মিনজি, আদিবাসী নারী পরিষদ রাজবাটী পাড়া কমিটির সদস্য মারুফা বেগম, বালুবাড়ী পাড়া কমিটির সদস্য মারিয়া সরেন, স্বেচ্ছাসেবী সুমন মুর্মু প্রমুখ।
আদিবাসী নারী পরিষদ দিনাজপুর জেলা কমিটির আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তারা বলেন, সামগ্রিক ভাবে নারী অধিকারের বিষয়গুলোকেই সরকারকে আমলে নিতে হবে। আদিবাসী নারীদের বিষয় বাদেই থেকে যাচ্ছে বরাবর।
বাঙালি নারীদের চেয়ে আদিবাসী নারীরা জাতিগতভাবে অধিক নিপীড়নের শিকার। বৈষম্যমূলক এ সমাজ ব্যবস্থার কারণে আদিবাসী নারীরা সীমাবদ্ধ জীবন থেকে বের হয়ে আসতে পারছে না। আদিবাসী নারীরা সমাজে অবহেলিত এবং জাতিগত ভাবে শোষণ ও নির্যাতনের শিকার। নারীর অধিকার নিশ্চিত করতে হলে গণমুখী শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। তা না হলে আদিবাসী বা বাঙালি কোন নারীরাই নিরাপদ নয়।
Leave a Reply