1. admin@dainikvorersangbad.com : sangbad :
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন হামলা মামলাসহ দাবি আদায়ে কলম বিরতির ঘোষণা- বিএমএসএফ শরীয়তপুরে জিয়া পরিবারের সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত এএসপি পলাশ সাহার আত্মহত্যার কারণ জানিয়েছেন তার মেজো ভাই নন্দলাল সাহা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত বাংলাদেশ থেকে আরো জনবল নিতে চায় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা প্রাথমিক স্বাস্থ্যসেবাকে ‘মৌলিক অধিকার’ হিসেবে অন্তর্ভুক্তসহ ৩২টি সুপারিশসংবলিত প্রতিবেদন জমা শরীয়তপুর জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ডা. সাজু, সাধারণ সম্পাদক অ্যাড. খবির শরীয়তপুরের জাজিরায় প্রধান শিক্ষক ১০ম গ্রেডে গেজেটেড পদমর্যাদার রায় প্রাপ্তিতে সংবর্ধনা বেলকুচিতে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর আহবায়ক কমিটির অনুমোদন শরীয়তপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক বিএম মকবুল

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভোগান্তি থেকে মুক্তি দেয় ‘পদ্মা সেতু’।

  • প্রকাশিত : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৪৯ বার পাঠ করা হয়েছে
স্বস্তির ঈদযাত্রা মানেই চরম ভোগান্তি ছিল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনগণের। যাত্রা পথে ‘গলার কাঁটা’ হয়ে ছিল পদ্মা। দীর্ঘ সময় লাইনে থেকেও মিলত না ফেরির দেখা। শুধু পদ্মা পাড়ি দিতেই লেগে যেত ৩ ঘণ্টা।

কখনো কখনো ফেরির অপেক্ষায় সড়কে কেটে যেত রাত। তবে সেই ভোগান্তি থেকে মুক্তি দেয় ‘পদ্মা সেতু’।
২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করার পর থেকে দক্ষিণের জেলাতে যাতায়াতে নতুন মাত্রা যুক্ত হয়েছে। খুলনা ও বরিশাল বিভাগের অনেক জেলার মানুষরা ৩ থেকে ৪ ঘণ্টায় পৌঁছে যাচ্ছে বাড়িতে।
মূলত স্বস্তিটা বোঝা যায় ঈদযাত্রার সময়।
এ বছর ঈদুল ফিতরে লম্বা ছুটি মিলেছে সরকারি চাকরিজীবীদের। টানা ৯ দিনের ছুটি কাটাবে তারা। গত বৃহস্পতিবার ছিল শেষ কর্মদিবস।

ওই দিন বিকেল থেকেই বাড়ি ফিরতে মানুষের ঢল নামে। চাপ শুরু হয় শুক্রবার সকালে। তবে লম্বা ছুটি হওয়ায় ধাপে ধাপে ঢাকা ছেড়েছে মানুষ। এতে সড়ক ও ট্রেনে পূর্বের তুলনায় যাত্রীর চাপ কম ছিল।
পদ্মা সেতুতে যান চলাচলের সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত পদ্মা সেতু দিয়ে ৩৯ হাজার ৬৩৭টি যানবাহন পারাপার হয়েছে।
এতে টোল আদায় করা হয়েছে ৪ কোটি ২৫ লাখ ৪১ হাজার ৩০০ টাকা। গতকাল (শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা) পর্যন্ত) টোল আদায় হয়েছে ৪ কোটি ৭ লাখ টাকা।

আরিফুল হক বাগেরহাটের বাসিন্দা। থাকেন রাজধানীর গুলশানে। ঈদের ছুটিতে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে আজ রবিবার ফিরছেন বাড়িতে। পদ্মা সেতুর টোলপ্লাজায় কথা হয় তার সঙ্গে। আরিফুল হক বলেন, ‘পদ্মা সেতু আমাদের জন্য আশীর্বাদ। সেতু চালু হওয়ার পর থেকেই ঈদে বাড়ি ফিরতে আগের মতো ভয়ানক ভোগান্তি পোহাতে হয় না। তবে এবারের ঈদযাত্রা আরো স্বস্তি দিচ্ছে। লম্বা ছুটি হওয়ায় সড়কে চাপ কম ছিল। আড়াই মিনিটেই টোল দিতে পেরেছি। যা অন্যবার ২০ থেকে ৩০ মিনিট লেগে যেত।’

ঈদের আগের তিন-চার দিনে ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে ১ কোটি ২০ লাখ বা তারও বেশি মানুষ সারা দেশে যান বলে ধারণা বিশেষজ্ঞদের। বুয়েটের এক সমীক্ষায় উল্লেখ করা হয়, ঈদের আগের চার দিনে ঢাকা ছাড়ে এক কোটি ২০ লাখ মানুষ। সে হিসাবে ঈদের সময় প্রতিদিন গড়ে বাড়ি যায় ৩০ লাখ মানুষ। এ ছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় প্রবেশ করবে ৩০-৫০ লাখ মানুষ।
হামীম পরিবনের বাসচালক প্রীতম দেবনাথ দৈনিক ভোরের সংবাদকে বলেন, “এবার ঈদে সড়কব্যবস্থা আগের তুলনায় ভালো। আইন-শৃঙ্খলার উপস্থিতিও বেশি। তবে আমাদের ‘লস প্রজেক্ট’। গাড়ি নিয়ে ঢাকায় ফিরতে হচ্ছে প্রায় খালি। কখনো ৮-১০ জন যাত্রী পাচ্ছি ফিরতে ট্রিপে।”

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নকিব আকরাম দৈনিক  ভোরের সংবাদকে বলেন, ‘ঈদে ঘরমুমো মানুষের ছুটি হয়েছে, এখন পর্যন্ত মানুষ শান্তিপূর্ণভাবে পদ্মা সেতু পার হয়ে যাচ্ছে। পদ্মা দক্ষিণ থানা এলাকায় এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি পরিস্থিতি খুবই শান্ত রয়েছে।’

এ বিষয় চলতি দায়িত্ব নির্বাহী প্রকৌশলী (টোল, ব্রিজ অ্যান্ড বিইএফ ও রোড আরটিডব্লিউ অ্যান্ড বিল্ডিং) অফিস পদ্মা সেতু সাইট অফিস, মাওয়া, মুন্সীগঞ্জ আবু সায়াদ বলেন, এ বছর ছুটি লম্বা হওয়ায় ধারাবাহিকভাবে গাড়িগুলো পার হয়ে যাওয়ায় কোনো যানজট সৃষ্টি হয়নি। তবে এ ঈদ উপলক্ষে এখন পর্যন্ত ২৮ মার্চ সর্বোচ্চ টোল আদায় হয়েছে। ওই দিন ৪ কোটি ২৫ লাখ ৪১ হাজার ৩০০ টাকা আদায় হয়েছে। গতকাল (শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা) পর্যন্ত) টোল আদায় হয়েছে ৪ কোটি ৭ লাখ টাকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি