1. admin@dainikvorersangbad.com : sangbad :
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন হামলা মামলাসহ দাবি আদায়ে কলম বিরতির ঘোষণা- বিএমএসএফ শরীয়তপুরে জিয়া পরিবারের সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত এএসপি পলাশ সাহার আত্মহত্যার কারণ জানিয়েছেন তার মেজো ভাই নন্দলাল সাহা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত বাংলাদেশ থেকে আরো জনবল নিতে চায় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা প্রাথমিক স্বাস্থ্যসেবাকে ‘মৌলিক অধিকার’ হিসেবে অন্তর্ভুক্তসহ ৩২টি সুপারিশসংবলিত প্রতিবেদন জমা শরীয়তপুর জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ডা. সাজু, সাধারণ সম্পাদক অ্যাড. খবির শরীয়তপুরের জাজিরায় প্রধান শিক্ষক ১০ম গ্রেডে গেজেটেড পদমর্যাদার রায় প্রাপ্তিতে সংবর্ধনা বেলকুচিতে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর আহবায়ক কমিটির অনুমোদন শরীয়তপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক বিএম মকবুল

শরীয়তপুরের জাজিরায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ ঘটনায় চেয়ারম্যান সহ আটক ৮

  • প্রকাশিত : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৪৭ বার পাঠ করা হয়েছে
Oplus_131072

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ.লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও হাতবোমার বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

 

এ ঘটনায় বিলাসপুরের ইউপি চেয়ারম্যানসহ এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব। ৬ এপ্রিল সকালে জাজিরা থানা পুলিশের উপ-পরিদর্শক সঞ্জয় কুমার দাস বাদী হয়ে দু’পক্ষের ৮৮ জনের নাম উল্লেখসহ ১ হাজার জনকে অজ্ঞাতনামা আসামী করে জাজিরা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় এখন পর্যন্ত আট জনকে গ্রেফতার করেছেন বলে নিশ্চিত করেছে পুলিশ ও র‍্যাব-৮। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবকলীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘদিনের। এই নিয়ে বেশ কয়েবার সংঘর্ষের ঘটনা ঘটে আসছে। শনিবার সকালে কাজিয়ারচর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে পুনরায় সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় বাড়িঘর ভাঙচুরসহ প্রায় পাচ শতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

 

এতে একজনের হাতের কব্জি বিচ্ছিন্ন হওয়া সহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকায় উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে পুলিশ ও যৌথ বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিয়ে র‍্যাব-৮ মাদারীপুর এর কোম্পানি কমান্ডার, পুলিশ সুপার মোঃ মনির হোসেন জানান, র‍্যাব-৮ ও র‍্যাব-৩ এর যৌথ অভিযানে ঢাকার মোমিনবাগ এলাকা থেকে দিবাগত রাত একটার দিকে ইউপি চেয়ারম্যান কুদ্দুস বেপারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এই মুহূর্তে র‍্যাবের হেফাজতে রয়েছেন।

 

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ, ভোরের সংবাদ কে বলেন, বিলাসপুরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় জাজিরা থানা পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। ইতোমধ্যে আট জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি