কামরুলকে নৃশংস ভাবে হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুর জাজিরা উপজেলার বিকে নগর সরর্দার কান্দি নিবাসী কামরুলকে নৃশংস হত্যা করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রবিবার(২৭ এপ্রিল)বিকাল ৪.০০ ঘটিকার সময় শরীয়তপুর জাজিরা উপজেলার থানাধীন বি,কে নগর ইউনিয়নের আনন্দ বাজারে নিহত কামরুলের পরিবারবর্গ ও এলাকাবাসীর উদ্যোগে নৃশংস হত্যাকারীদের বিরুদ্ধে দ্রুত বিচারের দাবিতে (২০০-২৩০) জন জনসাধারণ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
পাওনা টাকা চাওয়ায় নির্মমভাবে খুন হওয়া কামরুল চোকদার (২২) হত্যার বিচার দাবিতে জাজিরা উপজেলার বিকেনগরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসীরা নতুন বাজার থেকে একটি মিছিল বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনন্দবাজারে এসে থামে।
মানববন্ধনে বক্তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, যে নিহতদের পরিবার ও স্থানীয় জনগণের ভাষ্যমতে খুনের সাথে জড়িত রয়েছে মৃত কামরুল চোকদারের বন্ধু সিয়াম সরর্দার (২৩), পিতাঃ আব্দুল সরদার, গ্রামঃ টুমচর সর্দারকান্দি, থানা- জাজিরা, জেলা-শরীয়তপুর উক্ত ব্যক্তি নৃশংসভাবে হত্যা করেন বলে ধারণা করেন।
Leave a Reply